ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক নিহত

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁ ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ হোসেন (২৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ইউনিয়নের তেরাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সবুজ লালপুর উপজেলার ধুপওইল গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

 

মাঝগাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আলিম বাংলানিউজকে জানান, তেরাইল গ্রামের জনৈক কসিম উদ্দিনের বাড়িতে ছাদ নির্মাণে রডের কাজ করছিলেন সবুজ। এসময় অসাবধানতায় তার হাতের একটি রড ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।