ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
খুলনায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, ছবি: বাংলানিউজ

খুলনা: বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে খুলনায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯ উদযাপিত হয়েছে।

এই উপলক্ষে রোববার (১৭ মার্চ) সকাল ১০টায় খুলনা নিউ মার্কেট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।

র‌্যালিতে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুস সামাদ, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা, বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সকালে খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা, কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

অন্যদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

সকাল ৮ টায় অদম্য বাংলার সামনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির প্রথম পর্ব শুরু হয়।  

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রথম পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল, স্থাপত্য ডিসিপ্লিনসহ সব ডিসিপ্লিন, আবাসিক হলগুলো, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, স্বাধীনতা শিক্ষক পরিষদ, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদ, কর্মচারীরা, চেতনা-৭১সহ শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

পরে উপাচার্য অদম্য বাংলা চত্বরে আইন ডিসিপ্লিনের উদ্যোগে প্রকাশিত বঙ্গবন্ধুর বিজয় নিশান দেয়াল পত্রিকার উদ্বোধন করেন।  

এছাড়া দিবস উপলক্ষে উপাচার্য অদম্যবাংলা চত্বরে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার ভারপ্রাপ্ত, ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্টরা, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

পরে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় মন্দিরে জাতির জনকের ৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রার্থনা করা হয়। বাংলাদেশ বেতার খুলনা দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালাও প্রচার করেছে।

খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল সাতটায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সকালে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।  

এছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতির জনকের জীবন ও আদর্শ এবং বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে আলোচনা, জাতির জনকের জীবনাদর্শের ওপর তথ্যভিত্তিক ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী, সংবাদপত্রগুলোর বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করা হয়।

দিবসটি উপলক্ষে নগরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি, বক্তব্য, কবিতা পাঠ, রচনা, হাতের লেখা, উপস্থিত বক্তব্য ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন, ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া-মাহফিলসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।