দিনটি উপলক্ষ্যে রোববার (১৭ মার্চ) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিতে সরকারি-বেসরকারি দফতর কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশ নেয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে সম্পন্ন হয়। টাউন হল প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর স্মৃতি ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কেক কাটা হয়।
পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খগেশ্বর ত্রিপুরা, পুলিশ সুপার মো. আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. চাহেল তস্তরী, পৌর মেয়র মো. রফিকুল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার প্রমুখ।
আলোচনা সভা শেষে দিনটি উপলক্ষ্যে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এডি/এএটি