রোববার (১৭ মার্চ) দুপুরের দিকে শত্রুজিৎপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অনিক ওই উপজেলার শিবরামপুর এলাকার জিবলু শেখের ছেলে।
নিহতের স্বজন ফয়সাল শেখ বাংলানিউজকে বলেন, সকালে অনিক তার স্ত্রীকে শক্রজিৎপুর কলেজ থেকে নিয়ে মোটরসাইকেলে করে মাগুরা আসছিল। পথে শক্রজিৎপুর বাজার এলাকায় পৌঁছালে একটি তেলবাহী লরি, নছিমন ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন অনিক ও তার স্ত্রী। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অনিককে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
জিপি