রোববার (১৭ মার্চ) দুপুরে উপজেলার খাদের গাঁও ইউনিয়নের হুরমাহিশা গ্রামে মিয়াজী বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলের মৃত্যুর খবরে মা আমেনা বেগম বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
সেলিমের বড় ভাই শাহাদাত হোসেন মিজি বাংলানিউজকে বলেন, দেশে একটি প্রাইভেট মেডিকেলে ডেন্টাল পড়াশোনা শেষ করে তার ছোট ভাই সেলিম সাড়ে ৩ বছর আগে নিউজল্যান্ডে পড়ালেখার জন্য যায়।
তিনি আরও বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে সেলিমের নম্বর বন্ধ পাওয়া যায়। পরে তার এক বন্ধুর কাছ থেকে জানতে পারি সেলিম সন্ত্রাসী হামলায় মারা গেছে।
কান্নাজড়িত কণ্ঠে নিহতের মা আমেনা বেগম বলেন, সরকার যেন সেলিমর মরদেহ আমার কাছে ফিরিয়ে দেয়।
সেলিমের বড় ভাই আব্দুল মালেক বাংলানিউজকে বলেন, ভাইয়ের মৃত্যুর খবর শুনে তারা এখন দিশেহারা। কারণ ভাইকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। তার মৃত্যুতে এখন সব ছিন্নবিন্ন হয়ে গেছে। উল্টো ভাইকে পাঠাতে গিয়ে ব্যাংক ঋণ নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছি।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, বিষয়টি আমরা জেনেছি এবং খোঁজ খবর নিচ্ছি।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এনটি