ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নিউজিল্যান্ডে নিহত সেলিমের বাড়িতে আহাজারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
নিউজিল্যান্ডে নিহত সেলিমের বাড়িতে আহাজারি

চাঁদপুর: নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় নিহত চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মোজাম্মেল হক সেলিমে বাড়িতে শোকের মাতম চলছে। 

রোববার (১৭ মার্চ) দুপুরে উপজেলার খাদের গাঁও ইউনিয়নের হুরমাহিশা গ্রামে মিয়াজী বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলের মৃত্যুর খবরে মা আমেনা বেগম বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

সেলিমের বড় ভাই শাহাদাত হোসেন মিজি বাংলানিউজকে বলেন, দেশে একটি প্রাইভেট মেডিকেলে ডেন্টাল পড়াশোনা শেষ করে তার ছোট ভাই সেলিম সাড়ে ৩ বছর আগে নিউজল্যান্ডে পড়ালেখার জন্য যায়।

উচ্চ শিক্ষার জন্য তিন ভাই মতলব নারায়নপুর অগ্রণী ব্যাংক থেকে প্রায় ২০ লাখ টাকা ঋণ নিয়ে সেলিমকে বিদেশে পাঠায়।

তিনি আরও বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে সেলিমের নম্বর বন্ধ পাওয়া যায়। পরে তার এক বন্ধুর কাছ থেকে জানতে পারি সেলিম সন্ত্রাসী হামলায় মারা গেছে।

কান্নাজড়িত কণ্ঠে নিহতের মা আমেনা বেগম বলেন, সরকার যেন সেলিমর মরদেহ আমার কাছে ফিরিয়ে দেয়।

সেলিমের বড় ভাই আব্দুল মালেক বাংলানিউজকে বলেন, ভাইয়ের মৃত্যুর খবর শুনে তারা এখন দিশেহারা। কারণ ভাইকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। তার মৃত্যুতে এখন সব ছিন্নবিন্ন হয়ে গেছে। উল্টো ভাইকে পাঠাতে গিয়ে ব্যাংক ঋণ নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছি।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, বিষয়টি আমরা জেনেছি এবং খোঁজ খবর নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।