এরা হলেন- রাজশাহীর রাজপাড়া থানার বিলসিমলা বর্নালী এলাকার নজরুল ইসলামের ছেলে রাকিবুল হাসান (২৮) ও তার স্ত্রী সাথী (২৫)।
গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার বাংলানিউজকে জানান, টোলঘর এলাকায় সন্দেহজনকভাবে এক নারী ও পুরুষ ঘোরাফেরা করছিলেন।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আসামিদের সদর থানায় সোপর্দ করা হয়েছে। জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান গোয়েন্দা বিভাগের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
আরএ