ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর টোল এলাকা থেকে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি অপারেশন দল।

এরা হলেন- রাজশাহীর রাজপাড়া থানার বিলসিমলা বর্নালী এলাকার নজরুল ইসলামের ছেলে রাকিবুল হাসান (২৮) ও তার স্ত্রী সাথী (২৫)।

গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার বাংলানিউজকে জানান,  টোলঘর এলাকায় সন্দেহজনকভাবে এক নারী ও পুরুষ ঘোরাফেরা করছিলেন।

বিষয়টিতে সন্দেহ হওয়ায় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে  তাদের আটক করা হয়।  

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আসামিদের সদর থানায় সোপর্দ করা হয়েছে। জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান গোয়েন্দা বিভাগের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।