ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে র‌্যালি

কুড়িগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুড়িগ্রামে শ্রদ্ধাঞ্জলি ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মার্চ) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।  

পরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সমন্বয়ে শহরে বের করা হয় আনন্দ র‌্যালি।

 

এসময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্রাহাম লিংকন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।