রোববার (১৭ মার্চ) দুপুর ১টায় দিনাজপুর প্রেসক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে নৌ প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকে তৎকালীন পাকিস্তানী সরকার প্যারোলে মুক্তি দিতে চেয়েছিল।
বঙ্গবন্ধুর আমলে সাংবাদিকদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু ছিলেন একজন মিডিয়া ব্যক্তিত্ব। বঙ্গবন্ধুকে সাংবাদিকরা যথেষ্ট সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুর মত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও সাংবাদিকদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
দিনাজপুর জেলার হারিয়ে যাওয়া নদী খননের ব্যাপারে তিনি বলেন, জেলার চারটি প্রধান নদী খননের জন্য ইতোমধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রস্তাবনা তৈরি করা হয়েছে। খুব শিগগিরই জেলা শহরের বুক চীরে অতিবাহিত হওয়া পুনর্ভবা নদীর প্রায় ৪০ কিলোমিটার খননের কাজ শুরু হবে।
প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক একরাম হোসেন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জনশীল গোপাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল লতিফ, সাবেক হুইপ মিজানুর রহমান মানু, জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুজ্জামান জাহানী, বিএমএর সাধারণ সম্পাদক ডা. বি কে বোস, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, জেলা জাসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
আরএ