রোববার ( ১৭ মার্চ) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে বার্ষিক পুরস্কার বিতরণী সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি একথা বলেন।
এফ রহমান বলেন, ভাষা আন্দেলনের পর বারবার বাঙালি জাতির ওপর পশ্চিম পাকিস্তানীদের নির্যাতন চলছিলো।
এফ রহমান নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে বলেন, স্কুল সরকারি হয়েছে, এখন শিক্ষার মান আরো উন্নত করতে হবে এবং স্কুল উন্নয়নের জন্য শিক্ষকদের দাবি পূরণের আশ্বাস দেন তিনি।
বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিদ্যালয়ের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলী, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা মহানগর দক্ষিণের কৃষকলীগ সভাপতি মমতাজ উদ্দিন, দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ আলী খান টুলু, দোহার সার্কেল এএসপি মাহবুবুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলরাম চন্দ্র সরকার প্রমুখ।
এর আগে সকালে ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নবাবগঞ্জ থানা প্রাঙ্গণে নবাবগঞ্জ এতিম খানার ছাত্রদের খাবার বিতরণ করেন, বিয়াম ল্যাবরেটরি স্কুলে জন্মদিনের কেক কেটে কোমলতি ছাত্র ছাত্রীদের মুখে তুলে দেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
আরএ