ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরের দু’পক্ষের গুলিবিনিময়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
মেহেরপুরের দু’পক্ষের গুলিবিনিময়ে নিহত ১

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মাদক বিক্রেতা দু’পক্ষের গুলিবিনিময়ে ফজলুর রহমান ওরফে ফজু (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

বুধবার (১১ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ফজলুর গাংনী উপজেলার কাজিপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে।

 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, হাড়াভাঙ্গা মাদ্রাসার কাছে মাদক কারবারীদের দু’পক্ষের গুলিবিনিময় হচ্ছে, এমন খবরে রাতে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি ওয়ান শুটারগান ও এক কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি আরও জানান, স্থানীয়রা নিহত ব্যক্তির নাম ফজলুর বলে শনাক্ত করেছেন। মাদক কারবারীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ফজলুর নামে গাংনী থানায় মাদকবিক্রির অভিযোগে একাধিক মামলা রয়েছে। এছাড়া এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।