ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
গাজীপুরে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

গাজীপুর: গাজীপুর সদর উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে সুমাইয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার বাঘেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। সুমাইয়া ময়মনসিংহের গফরগাঁওয়ের রানা আহম্মেদের মেয়ে।

 

সুমাইয়া চাচা হাসান জানান, গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো সুমাইয়ার পরিবার। সুমাইয়ার বাবা রানা আহম্মেদ স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। দুপুরে সুমাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে অনেক খোঁজাখুজি পর বাসার পাশে একটি সেপটিক ট্যাংকের কাছে তার জুতা পাওয়া যায়। এ সময় ওই সেপটিক ট্যাংক থেকে সুমাইয়াকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বাংলানিউজকে জানান, বিকেল পৌনে ৩টার দিকে শিশু সুমাইয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।