ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

‘দেশের নদীগুলোকে বাঁচাতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
‘দেশের নদীগুলোকে বাঁচাতে হবে’ শিবচরের নদী পরিদর্শনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান হাওলাদার। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: ঢাকা-চট্টগ্রাম, টঙ্গী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। কোনো ক্ষমতাধর ব্যক্তিরাই অবৈধ উচ্ছেদ থেকে রক্ষা পাবে না। আমরা কাউকেই ছাড় দেবো না। যেকোনো মূল্যে দেশের নদীগুলোকে বাঁচাতে হবে। নদী বাঁচলেই মানুষ বাঁচবে।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার বিভিন্ন নদ-নদী পরিদর্শনে এসে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান হাওলাদার এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম, টঙ্গী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে।

কোনো ক্ষমতাধর ব্যক্তিরাই অবৈধ উচ্ছেদ থেকে রক্ষা পাচ্ছেন না। আমরা কাউকেই ছাড় দেবো না। যেকোনো মূল্যে দেশের নদীগুলোকে বাঁচাতে হবে। নদী বাঁচলেই মানুষ বাঁচবে।

তিনি বলেন, নদীর জায়গা আগের তুলনায় এখন ৮ শতাংশে থেকে তিন শতাংশে এসে পৌঁছেছে। আগে দেশে নদীর জায়গা ছিলো প্রায় ২৪ হাজার বর্গ কিলোমিটার সেখানে এখন নদী পাওয় যাচ্ছে মাত্র ৩ হাজার বর্গ কিলোমিটার।

দেশব্যাপী নদ-নদীর তীর ঘেঁষে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে জাতীয় নদী রক্ষা কমিশনের উদ্যোগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার নদ-নদী পরিদর্শন শুরু করেছেন জাতীয় নদী রক্ষা কমিশন। এর অংশ হিসেবে শিবচরের ময়নাকাটা ও বিল পদ্মানদী পরিদর্শন করেন তিনি।

এ সময় ময়নাকাটা নদীর তীরে অবৈধ স্থাপনা নির্মাণ করা দেখে এবং বিআইডব্লিউটি’র অর্থায়নে অপরিকল্পিত ময়নাকাটা নদীর ড্রেজিং কার্যক্রম দেখে তিনি চরম ক্ষোভ প্রকাশ করেন।

অতি শিগগির অপিরিকল্পিত ড্রেজিং বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থার জন্য উপজেলা নির্বাহী (ইউএনও)কর্মকর্তাকে নির্দেশ দেন এবং অবৈধ স্থাপনা ভেঙে ফেলার জন্য শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকে(ভূমি) তাৎক্ষণিক নির্দেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল নোমানসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।