শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘীরপাড় ব্রিজের নিচে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বকুল একই উপজেলার শাহাগোলা ইউনিয়নের চাপড়া গ্রামের আকবর আলী মন্ডলের ছেলে।
নিহতের বাবা আকবর আলী বাংলানিউজকে বলেন, বকুল দীর্ঘদিন ধরে ঢাকায় মাইক্রোবাস চালাত। গত দুইদিন ধরে তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার সঙ্গে কোন রকম যোগাযোগ করা যাচ্ছিল না। শুক্রবার বিকেলে থানা থেকে ফোন দিয়ে বকুলের মৃত্যুর বিষয়টি জানায়।
এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বাংলানিউজকে বলেন, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে দিঘীরপাড় ব্রিজের নিচে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহে মুখে ও মাথার পেছনে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করে ডোবার পানিতে ফেলে দিয়েছে।
এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। ময়না-তদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
জিপি