ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ইয়াবাসহ ৫ মাদক বিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
ময়মনসিংহে ইয়াবাসহ ৫ মাদক বিক্রেতা আটক

ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক অভিযানে ১ হাজার ৫১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলেন— আব্দুল মতিন (৩৮), আব্দুল হামিদ (৩৫), কামাল মিয়া (৩৭), রাশেদুল আলম রাশেদ (৩৪) ও আব্দুর রউফ সবুজ (২২)।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে রাতে জেলার তারাকান্দার রাজদারিকেল ও ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকা থেকে ওই পাঁচ মাদক বিক্রেতাকে আটক করে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
এমএএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।