ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

শিল্পকলা একাডেমিতে মাইজভাণ্ডারী গানের মেলা শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
শিল্পকলা একাডেমিতে মাইজভাণ্ডারী গানের মেলা শনিবার

ঢাকা: চট্টগ্রামের মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর উদ্যোগে জাতীয় মাইজভাণ্ডারী গানের মেলা অনুষ্ঠিত হবে।

শনিবার (১৩ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে এ মেলা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের মধ্যে রয়েছে রয়েছে দেশের আট বিভাগের শিল্পীদের মাইজভাণ্ডারী গানের পরিবেশনা।

এতে প্রধান অতিথি থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মুহাম্মদ মিজানুর রহমান। উদ্বোধক থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ সাহেদ, বাংলা একাডেমির সহকারী পরিচালক ড. সাইমন জাকারিয়া এবং দৈনিক সমকালের সিনিয়র সাব-এডিটর ও লোকসংগীত গবেষক নাসির উদ্দিন হায়দার। সভাপতিত্ব করবেন মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর সভাপতি মোহাম্মদ সিরাজুল মোস্তফা।

এতে মাইজভাণ্ডারী গানের প্রচার ও প্রসারে বিশেষ অবদান রাখায় সম্মাননা দেওয়া হবে সৈয়দ নিজাম উদ্দিন মন্টু (মরণোত্তর), মোহাম্মদ সৈয়দ ইউসুফ প্রকাশ টুনু কাওয়াল (মরণোত্তর), সৈয়দ আবু আহম্মেদ, আবদুল গফুর হালী (মরণোত্তর), বিনয়বাঁশী জলদাস (মরণোত্তর), কবিয়াল রমেশ শীল (মরণোত্তর), সন্দীপন দাশ, ফকির শাহাবুদ্দিন, কল্যাণী ঘোষ, শাহজান আলী খান, জামাল হাসান, অধ্যাপক এওয়াইএম জাফর ও হাসান শরীফ খানকে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।