নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা মরদেহের পরিচয় পাওয়া গেছে। মৃত নারীর নাম নাজনীন আক্তার, পেশায় একজন সেবিকা। তিনি নারায়ণগঞ্জের রুপগঞ্জের জিন্দাপার্ক এলাকার গুরুদার মেয়ে।
মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাজনীন ‘নিজ বাড়ি চলে যাচ্ছি’ লিখে স্ট্যাটাস দিয়েছিলেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল জানান, ‘ফেসবুকে নাজনীন স্ট্যাটাস দিয়েছিলেন ‘নিজ বাড়ি চলে যাচ্ছি’।
পরে শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ’
বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
জেআইএম
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।