রোববার (২৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাদশা মিয়া জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। তাকে উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এরআগে সকালে বগুড়া ক্যান্টনমেন্টে প্রথম জানাজা শেষে এয়ার অ্যাম্বুলেন্সে তার মরদেহ নোয়াখালীতে আনা হয়। নোয়াখালী থেকে সড়ক পথে কুমিল্লা ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর একটি দল তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসেন। এসময় ক্যাপ্টেন মো. হোসাইনসহ ১৯জন সেনা সদস্য ছিলেন।
শনিবার (২৪ আগস্ট) সকালে সেনা সদস্য আবদুল আজিজ সৈয়দপুর ক্যান্টনমেন্ট যাওয়ার পথে গাইবান্ধা-বগুড়ার সীমান্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার মরদেহ উদ্ধার করে বগুড়া ক্যান্টনমেন্টে রাখা হয়।
নিহত আজিজ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের নুরুল হুদা মাস্টারের ছেলে। তিনি বান্দরবানে সেনাবাহিনীর সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এসআর/ওএইচ/