রোববার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে সদর উপজেলার পাঁচখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অ্যানি একই এলাকার দাউদ মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, অ্যানি বাড়ির পাশে একটি খোলা জায়গায় বল নিয়ে খেলছিল। হঠাৎ তার বলটি বাড়ির পাশে একটি পুকুরে পানিতে পড়ে যায়। ধারণা করা হচ্ছে অ্যানি বলটি পানি থেকে তুলতে গেলে পানিতে তলিয়ে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকে অচেতন অবস্থায় অ্যানিকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মাহবুব আবির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এনটি