পৃথক ৩টি রিট আবেদনের শুনানি নিয়ে রোববার (২৫ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
তিন নেতা হলেন- যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খাঁন, মো. শাখাওয়াত হোসেন রাতুল এবং লুৎফুননাহার লুমা।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
পরে জ্যোতির্ময় বড়ুয়া বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় এবং নিরাপদ সড়ক আন্দোলনের সময় গত বছর তথ্যপ্রযুক্তি আইনে এসব মামলা হয়। পরে ওই আইন বাতিল করে নতুন আইন করা হয়। তাই এসব মামলায় চলা তদন্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়। শুনানি শেষে আদালত তদন্ত কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেছেন।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
ইএস/জেডএস