ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লেন সাঈদ খোকন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লেন সাঈদ খোকন সাঈদ খোকন। ফাইল ফটো

ঢাকা: সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বলে জানা গেছে। 

রোববার (২৫ আগস্ট) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন বলে জানিয়েছে ডিএসসিসির জনসংযোগ শাখা।   

সিঙ্গাপুর সফর সম্পর্কে মেয়র সাঈদ খোকন বলেন, সোমবার (২৬ আগস্ট) সিঙ্গাপুরে চিকিৎসকের সঙ্গে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই যাচ্ছি।

সবকিছু ঠিকঠাক থাকলে পরের দিনই চলে আসবো, ইনশাল্লাহ। আর যদি চিকিৎসক থাকতে বলেন বা কোনো টেস্ট দেন, তাহলে দেরি হতে পারে।  

এদিকে, মেয়র স্বশরীরে উপস্থিত না থাকলেও সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন বলে জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিঙ্গাপুর থেকে ডেঙ্গু প্রতিরোধ এবং এডিস মশা ও লার্ভা নিধন কার্যক্রম মনিটরিং করবেন মেয়র।  

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় আহতের মধ্যে সাঈদ খোকনও ছিলেন। একারণে সিঙ্গাপুরে শারীরিক চিকিৎসার জন্য যান তিনি।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এসএইচএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।