রোববার (২৫ আগস্ট) দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস আলী কুলুনিয়া গ্রামের আব্বাস আলী মণ্ডলের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বাংলানিউজকে জানান, জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে ঝামেলা চলছিল। রোববার প্রতিপক্ষের লোকজন আব্বাস আলী মণ্ডলের বাড়িতে গিয়ে তাদের ওপর হামলা করে। এসময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিন ভাই। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে ইদ্রিস আলী মণ্ডল মারা যান। ঘটনা পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিষয়ে তদন্ত চলছে। আব্বাস আলীর পরিবারের সঙ্গে কথা হচ্ছে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।
বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
একে