মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে জেলার টুঙ্গিপাড়া উপজেলার মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রিমি ওই এলাকার শুকুর আলীর মেয়ে।
রিমির বাবা শুকুর আলী বাংলানিউজকে জানান, রিমিকে দাদির কাছে রেখে তার মা গোসল করতে যান। দাদির অগোচরে সে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। তাকে না পেয়ে বাড়ির লোকজন খোঁজ করতে থাকে। একপর্যায়ে তাকে ডোবা থেকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মঞ্জুরুল কবীর জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এমআরএ/আরএ