মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে বিষখালী নদী থেকে তার মরদেহ উদ্ধার করে বাকেরগঞ্জ থানায় নিয়ে যায় স্বজনরা। মজিবর রহমান বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি এলাকার বাসিন্দা ধলু মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা সত্ত্বেও সোমবার (২৮ অক্টোবর) রাতে ঝালকাঠির রাজাপুর ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলা সংলগ্ন বিষখালী নদীতে ইলিশ কিনতে যায় মজিবর রহমানসহ বেশ কয়েকজন। ওইসময় রাজাপুর থানা পুলিশের একটি অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে তারা সবাই ট্রলার থেকে নদীতে ঝাঁপ দেয়। এসময় অন্যরা পাড়ে উঠলেও মজিবর রহমান নিখোঁজ হয়। মঙ্গলবার স্বজনরা নদীতে তার সন্ধান করতে গিয়ে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পান। পরে মরদেহ উদ্ধার করে বাকেরগঞ্জ থানায় নিয়ে যান তারা।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে জানান, নিষেধাজ্ঞার সময়ে ইলিশ কিনতে গিয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে মজিবর মৃধা নদীতে ঝাঁপ দেয় বলে স্বজনরা জানিয়েছেন। তবে বাকেরগঞ্জ থানা পুলিশের অভিযানে এ ধরনের কোনো ঘটনা নেই। আর স্বজনরা যে স্থানের কথা বলছে সেটি রাজাপুর থানা এলাকায়।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, বর্তমানে সর্বত্রই ইলিশ নিধনবিরোধী অভিযান চলছে পুলিশ। তবে এ ধরনের কোনো ঘটনা আমাদের জানা নেই।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এমএস/ওএইচ/