ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ইস্যু সমাধানে জাতিসংঘের প্রতি ড. মোমেনের আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
রোহিঙ্গা ইস্যু সমাধানে জাতিসংঘের প্রতি ড. মোমেনের আহ্বান

ঢাকা: রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ইতালির রাজধানী রোমে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড বিয়াসলের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোমে সোমবার (২৮ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ডাব্লিউএফপি নির্বাহী পরিচালক ডেভিড বিয়াসলের সঙ্গে বৈঠকে মিলিত হন।

বৈঠকে রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও নিরাপদে তাদের নিজ ভূমিতে ফেরাতে ডাব্লিউএফপির প্রতি গুরুত্বারোপ করেন।

ড. মোমেন ডাব্লিউএফপির নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট হিশাম মোহাম্মদ বদ্রের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গা সঙ্কট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় হিশাম মোহাম্মদ বদ্র ডাব্লিউএফপির আওতার মধ্যে রোহিঙ্গা সঙ্কট দ্রুত সমাধানে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।