মঙ্গলবার (২৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোমে সোমবার (২৮ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ডাব্লিউএফপি নির্বাহী পরিচালক ডেভিড বিয়াসলের সঙ্গে বৈঠকে মিলিত হন।
ড. মোমেন ডাব্লিউএফপির নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট হিশাম মোহাম্মদ বদ্রের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গা সঙ্কট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় হিশাম মোহাম্মদ বদ্র ডাব্লিউএফপির আওতার মধ্যে রোহিঙ্গা সঙ্কট দ্রুত সমাধানে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
টিআর/ওএইচ/