মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে লালপুর-গোপালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মারুফ রাজশাহীর বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের মো. সাদেক আলীর ছেলে এবং নাটোরের লালপুর উপজেলার চকবাদেকুলপাড়ার মৃত কালুর ছেলে সাইদুর।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বাংলানিউজকে জানান, বিকেলে মারুফ ব্যবসায়ীক কাজে তার দোকানের কর্মচারী সাইদুরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে গোপালপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের পৌঁছালে শ্যালো ইঞ্জিনচালিত একটি নসিমনের সঙ্গে মোটরসাইকটির সংঘর্ষ হলে মারুফ ও সাইদুর গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়ার পথে মারুফের মৃত্যু হয় এবং সাইদুর রামেকে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এসআরএস