ঢাকা: রোহিঙ্গা সমস্যা সমাধানে থাইল্যান্ডের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ। এদিকে থাইল্যান্ড জানিয়েছে, এই সঙ্কট সমাধানে প্রতিটি ফোরামে দেশটি সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাবে। ব্যাংককে আয়োজিত বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে থাইল্যান্ডের শীর্ষ পর্যায়ের নেতাদের এক বৈঠকে এ আলোচনা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ব্যাংককের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল থাইল্যান্ডের জাতীয় পরিষদের প্রেসিডেন্ট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার চুয়ান লিকপাই এবং থাই সিনেটের প্রথম ভাইস প্রেসিডেন্ট সিংসুক সিংপাইয়ের সঙ্গে বৈঠক করে।
বৈঠকে রোহিঙ্গা সঙ্কট তুলে ধরে বাংলাদেশের প্রতিনিধিদল। আগামী মাসে অনুষ্ঠেয় ৩৫তম আসিয়ান সামিটে রোহিঙ্গা সঙ্কট তুলে ধরার জন্য থাইল্যান্ডের প্রতি আহ্বান জানায় প্রতিনিধিদল।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নূরুল ইসলাম নাহিদ ও থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
টিআর/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।