মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সড়কের নয়াবিল ডাক্তারঘোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহান ওই এলাকার জবেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় সোহান নাকুগাঁও স্থলবন্দর সড়কের নয়াবিল ডাক্তারঘোপ এলাকায় সড়কের পাশে খেলা করছিল। এ সময় বালু বোঝাই করতে যাওয়া একটি ট্রাক পেছানোর সময় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকাবাসী হেলপার ও ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।
নয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইউনুছ আলী দেওয়ান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
আরএ