ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
নালিতাবাড়ীতে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ট্রাকচাপায় সোহান (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সড়কের নয়াবিল ডাক্তারঘোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত  সোহান ওই  এলাকার জবেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় সোহান নাকুগাঁও স্থলবন্দর সড়কের নয়াবিল ডাক্তারঘোপ এলাকায় সড়কের পাশে খেলা করছিল। এ সময় বালু বোঝাই করতে যাওয়া একটি ট্রাক পেছানোর সময় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকাবাসী হেলপার ও ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।
নয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইউনুছ আলী দেওয়ান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।