মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এক টুইট বার্তায় সাকিবের এ নিষেধাজ্ঞার খবর জানায় আইসিসি। এরপরই আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো সরব হয়ে উঠে।
বিবিসি বলছে, 'Shakib al Hasan: Bangladesh captain banned for corruption' অর্থাৎ, দুর্নীতির কারণে নিষিদ্ধ বাংলাদেশি ক্যাপ্টেন সাকিব।
দ্য টাইমস অব ইন্ডিয়া বলছে, 'Shakib Al Hasan barred from practice, faces possible ban: Report' অর্থাৎ, 'সাকিব আল হাসান সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ'।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, 'Shakib Al Hasan Faces ICC Ban For Not Reporting Corrupt Approach: Report' অর্থাৎ দুর্নীতির প্রস্তাব আইসিসিকে না জানানোয় নিষিদ্ধ হচ্ছেন সাকিব।
ইন্ডিয়া টুডে বলছে, 'Shakib Al Hasan banned after failing to report corrupt approach' অর্থাৎ, 'দুর্নীতির প্রস্তাব জানাতে ব্যর্থ হওয়ায় নিষিদ্ধ সাকিব আল হাসান'।
ইন্ডিপেনডেন্ট বলছে, 'Shakib Al Hasan: Bangladesh captain banned for two years for failing to report corrupt approaches' অর্থাৎ, 'দুর্নীতির প্রস্তাব জানাতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশি ক্যাপ্টেন সাকিব আল হাসান দু'বছরের জন্য নিষিদ্ধ'।
ইন্ডিয়ান ক্রিকেট সংবাদমাধ্যম ক্রিকবাজ বলছে, 'ICC bans Shakib Al Hasan for two years' অর্থাৎ, দু'বছরের জন্য সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে আইসিসি'।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে মতামত দিচ্ছেন ক্রিকেটারসহ অসংখ্য মানুষ।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এফএম/