মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা ও যমুনা নদীতে ইলিশ শিকারের দায়ে তিন জনের এক বছর করে কারাদণ্ড ও তিন জনের ১৫০০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এফ এম ফিরোজ মাহমুদ।
তিনি বাংলানিউজকে বলেন, শিবালয়ের পদ্মা ও যমুনা নদীতে অভিযান চালিয়ে ইলিশ শিকারের দায়ে ছয় জনকে আটক করা হয়।
পরে এদের মধ্যে তিন জনকে এক বছর করে কারাদণ্ড ও তিন জনকে অর্থদণ্ড দেওয়া হয়।
এসময় জব্দকৃত দুই হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।