মঙ্গলবার (২৯ অক্টোবর) দূতাবাসের এক বার্তায় এ শোক প্রকাশ করা হয়।
বার্তায় উল্লেখ করা হয়, ‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মাদাম কেইকো আজুমা গত ১৪ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
‘মাদাম কেইকো আজুমা এবং তার প্রয়াত স্বামী প্রফেসর কাজুও আজুমা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের স্বপক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরকালে প্রফেসর আজুমা তার অনুবাদক হিসেবে কাজ করেন। প্রফেসর আজুমা দীর্ঘ ২০ বছর ধরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মসমূহকে জাপানিজ ভাষায় অনুবাদ করেছেন। তারা দু’জনেই আমৃত্যু জাপানে বাংলা সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন ও প্রসারের জন্য কাজ করেছেন। আমরা তাদের এ অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং বিদেহী আত্মার শান্তি কামনা করছি। ’
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
টিআর/আরবি/