মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাসিনো সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
২৫ থেকে ২৬ অক্টোবর আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম সম্মেলনে অংশগ্রহণ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ঠিক আছে এতই জুয়া খেলার যদি আকাঙ্ক্ষা থাকে, ওকে আমি ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি একটা নীতিমালা করেন। একটা চর ঠিক করে দেন। সেখানে একটা জুয়ার চর বানিয়ে দেবো। ’
তিনি বলেন, যার যত খুশি যাক, খেলুক, আমরা কিছু ট্যাক্স আদায় করতে পারবো। অন্তত ট্যাক্সের টাকাটাতো পাওয়া যাবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য ক্যাসিনোতে জড়িত থাকা প্রসঙ্গে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সেখানে একজন ছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্যাসিনোকে নিয়ে আসা এটা বোধ হয় ঠিক না। ক্যাসিনো খেলার সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে ক্রিকেট বোর্ডকে জড়ানো এটা ঠিক না। এখানে এক জন ছিল। সে রকমতো আপনাদের সাংবাদিক মহলেও খোঁজ করা যায় অনেককে খুঁজে পাওয়া যাবে। ’
তিনি বলেন, ‘কখন কে কিসে ধরা পড়ে তার কোনো ঠিক নাই। তাকেতো ধরা হয়েছে। কখন কে কোথায় ধরা পড়ে সেটা বলা যায় না। ’
প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ যখন কোনো অপরাধের সঙ্গে জড়ায় সে মনে করে আর কেউ জানবে না। কিন্তু ধরা কোনো না কোনোদিন পড়ে যেতে হয়। এটা হলো বাস্তবতা। ’
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এমইউএম/জেডএস