ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী কারাগারে কনডেম সেল সংকট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
ফেনী কারাগারে কনডেম সেল সংকট ফেনী জেলা কারাগার

ফেনী: ফেনী জেলা কারাগারে নেই পর্যাপ্ত কনডেম সেল। প্রয়োজনীয় কনডেম সেল না থাকায় আলোচিত নুসরাত জাহান রাফি হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামিকে অন্যত্র স্থানান্তরের আবেদন করেছে কারা কর্তৃপক্ষ।

ফেনী জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মো. রফিকুল কাদের জানান, ফেনী জেলা কারাগারে ৮টি কনডেম সেল রয়েছে। কারাবিধি অনুযায়ী ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের পৃথক সেলে রাখতে হয়।

কিন্তু ফেনী জেলা কারাগারে ফাঁসির মঞ্চ না থাকায় এখানে প্রয়োজনীয় সংখ্যক কনডেম সেল তৈরি করা হয়নি। তাই ১৬ জন আসামিকে আমরা অন্য আসামিদের সঙ্গে রেখেছি।

এ কারণে কারা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, আলোচিত এ মামলার রায়ের কপি হাতে পাওয়ার পর ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের কনডেম সেল যুক্ত কারাগারে স্থানান্তর করার জন্য কারা মহাপরিদর্শকের কাছে আবেদন করা হয়েছে।

এদিকে ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় ১৬ আসামির মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য (ডেথ রেফারেন্স) মামলার যাবতীয় কার্যক্রম হাইকোর্টে পৌঁছেছে। হাইকোর্ট বিভাগে প্রশাসনিক কর্মকর্তা (আদান-প্রদান) কেএম ফারুক হোসেন এ নথি গ্রহণ করেন। এর আগে নথি নিয়ে আসেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার মো. শামসুদ্দিনসহ সংশ্লিষ্ট কয়েকজন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এসএইচডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।