মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত সোহাগ গোপালগঞ্জ জেলার মুকছেদপুর থানার ভবনডাঙ্গা গ্রামের বকুল শেখের ছেলে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সোহাগের কক্ষের দরজা দুপুর থেকে বন্ধ থাকায় স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে তার বিছানার মশারির ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে৷
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোহাগের মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর, ২০১৯
আরএ