ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
আশুলিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার বকুল মিয়ার বাড়ি থেকে সোহাগ (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সোহাগ গোপালগঞ্জ জেলার মুকছেদপুর থানার ভবনডাঙ্গা গ্রামের বকুল শেখের ছেলে।

তিনি জামগড়া এলাকার একটি দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সোহাগের কক্ষের দরজা দুপুর থেকে বন্ধ থাকায় স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে তার বিছানার মশারির ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে৷

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোহাগের মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।