ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রিয়াদ দূতাবাসে কূটনীতিকদের সম্মানে খাদ্য উৎসব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
রিয়াদ দূতাবাসে কূটনীতিকদের সম্মানে খাদ্য উৎসব

ঢাকা: সৌদি আরবের রিয়াদে রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশ হাউজে বিভিন্ন দেশের কূটনীতিক সহধর্মিনীদের সম্মানে আয়োজন করা হয়েছে খাদ্য উৎসব। আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বিদেশিদের বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এ উৎসব আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, খাদ্য উৎসবে যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সহধর্মিণীরা অংশ নেন।

অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান রাষ্ট্রদূতের সহধর্মিণী সৈয়দা গুলে আরজু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর অনুষ্ঠানে আলোচনা করা হয়।

উৎসবে বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় পিঠা, চটপটি ও মিষ্টান্ন পরিবেশন করা হয়। এছাড়া বাংলাদেশের রন্ধন শিল্পী আল্পনা হাবিব দেশীয় জনপ্রিয় কিছু খাবার রান্নার কৌশল প্রদর্শন করেন।

উৎসবে অংশগ্রহণকারী অতিথিরা বাংলাদেশের জনপ্রিয় বিভিন্ন খাবারের প্রশংসা করেন। অতিথিদের বাংলাদেশের চিনিগুড়া চাল, চানাচুর ও চা উপহার দেওয়া হয়।

কূটনীতিকদের সহধর্মিণীরা ছাড়াও দূতাবাসের কর্মকর্তাদের সহধর্মিণীরা এ উৎসবে যোগ দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
টিআর/এবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।