মঙ্গলবার (২৯ অক্টোবর) রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, খাদ্য উৎসবে যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সহধর্মিণীরা অংশ নেন।
উৎসবে বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় পিঠা, চটপটি ও মিষ্টান্ন পরিবেশন করা হয়। এছাড়া বাংলাদেশের রন্ধন শিল্পী আল্পনা হাবিব দেশীয় জনপ্রিয় কিছু খাবার রান্নার কৌশল প্রদর্শন করেন।
উৎসবে অংশগ্রহণকারী অতিথিরা বাংলাদেশের জনপ্রিয় বিভিন্ন খাবারের প্রশংসা করেন। অতিথিদের বাংলাদেশের চিনিগুড়া চাল, চানাচুর ও চা উপহার দেওয়া হয়।
কূটনীতিকদের সহধর্মিণীরা ছাড়াও দূতাবাসের কর্মকর্তাদের সহধর্মিণীরা এ উৎসবে যোগ দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
টিআর/এবি/ওএইচ/