ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাসচাপায় তরুণ নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
আশুলিয়ায় বাসচাপায় তরুণ নিহত

আশুলিয়া (সাভার): সাভারের আশুলিয়ায় বাসচাপায় চিংসামো মারমা (২৯) নামে এক তরুণ নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে আশুলিয়ার বাইপাইল ত্রিমোড়ে এ দুর্ঘটনা ঘটে।

চিংসামো মারমা খাগড়াছড়ি জেলার মালছড়ী থানার বাড়বাড়ি পাড়ার উথ্যাই মারমার ছেলে।

তিনি আশুলিয়ার ভাদাইল এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

বিয়ষটি বাংলানিউজকে নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল হক বলেন, রাতে বাইপালে ত্রিমোড়ে সড়ক পারাপারের সময় খাদিজা পরিবহনের যাত্রীবাহী একটি বাস চিংসামো মারমাকে চাপা দেয়। পরে স্থানীয়রা চিংসামোকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

এসআই আরও বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। একইসঙ্গে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।  তার স্বজনরা এলে পরর্বতী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।