ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বিলাসবহুল গাড়ির তথ্য চেয়ে বিআরটিএতে দুদকের চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
বিলাসবহুল গাড়ির তথ্য চেয়ে বিআরটিএতে দুদকের চিঠি

ঢাকা: বিলাসবহুল গাড়ির তথ্য চেয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে (বিআরটিএ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷ আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এ তথ্য পাঠানোর জন্য বিআরটিএকে সময় বেঁধে দেওয়া হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বিআরটিএ'র চেয়ারম্যান কামরুল আহসান বরাবর দুদকের বিশেষ তদন্ত অনুবিভাগের মহাপরিচালক সাঈদ মাহবুব খান এ চিঠি পাঠিয়েছেন৷

চিঠিতে বলা হয়, আড়াই হাজার বা তার চেয়ে বেশি সিসির ব্যক্তিমালিকানাধীন প্রাইভেটকার বা জিপ গাড়ির ব্র্যান্ডের নামসহ অন্যান্য তথ্যাদি সংযোজন করে নতুন তালিকাসহ আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দুদকে পাঠাতে হবে। এসব গাড়ি নতুন না রিকন্ডিশন সে তথ্যও তালিকায় সন্নিবেশিত করতে বলে হয়েছে।

এরআগে বিআরটিএতে পাঠানো তালিকায় এ জাতীয় তথ্য সন্নিবেশিত না থাকায় কমিশন অসন্তোষ প্রকাশ করে এবং এসব তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে দুদক মহাপরিচালক এ চিঠি পাঠিয়েছেন।

জাল-জালিয়াতির মাধ্যমে কার্নেট ডি-প্যাসেজ সুবিধায় আমদানি করা বেশকিছু বিলাসবহুল গাড়ি ভুয়া রেকর্ডপত্রের ভিত্তিতে বিআরিটিএতে রেজিস্ট্রেশন হয়েছে মর্মে অভিযোগ কমিশনের অনুসন্ধান বা তদন্তাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
ডিএন/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।