ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে জেলা পর্যায়ে ‘বিজয় ফুল উৎসব’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
নীলফামারীতে জেলা পর্যায়ে ‘বিজয় ফুল উৎসব’ 

নীলফামারী: নীলফামারীতে জেলা পর্যায়ে ‘বিজয় ফুল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২ নভেম্বর) দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হয় নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে।

এতে বিজয় ফুল তৈরি, গল্প রচনা, কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কনন, একক অভিনয়, চলচ্চিত্র নির্মাণ এবং দলগত দেশাত্মবোধক ও জাতীয় সংগীত প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) হাফিজুর রহমান চৌধুরী।  

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-সচিব আকতারুজ্জামান, নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

পরে জেলা শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমির শিশু শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়ন করেন।  বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাড়াও সরকারি দফতরের প্রধানরা এতে উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।