শনিবার (০২ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর এলাকার একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
আরিফ জয়নগর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণি ও সুমাইয়া প্রভাতি কিন্ডার গার্ডেনের ১ম শ্রেণির ছাত্রী। তার স্ত্রী আসমা গৃহিণী।
আসমা আক্তারের স্বামী মো ইব্রাহীম বাংলানিউজকে জানান, তারা মানিকগঞ্জ সদর উপজেলার গিলনডো এলাকায় থাকেন। সন্ধ্যায় তিনি বাসার বাইরে ছিলেন। তখন বাসায় তার স্ত্রী আসমা ব্লেন্ডার মেশিনে চাউল গুড়ো করছিলো। তখন হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। এতে রুমের ভেতর থাকা ২ সন্তানসহ তিনি দগ্ধ হন। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, আরিফের ৬২ শতাংশ, সুমাইয়ার ৮০ শতাংশ ও আসমার ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের ৩ জনকেই বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৫৪, নভেম্বর ০২, ২০১৯
এজেডএস/এমএমইউ