ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর: নাটোরের সিংড়ায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে সঞ্জয় কুমার দাস (০২) নামে এক শিশুর মৃত্যু হয়ছে।

শনিবার (০২ নভেম্বর) বিকেলে সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। সঞ্জয় সিংড়া বাজারের মুচি দোকানদার নিরঞ্জন কুমার দাসের ছেলে।

সিংড়া পৌরসভার কাউন্সিলর  মো. আবদুল জলিল বাংলানিউজকে জানান, শিশু সঞ্জয় দুপুরের খাবার খেয়ে হঠাৎ সকলের অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে হতাশ হয়ে পড়েন স্বজনরা।

বিকালের দিকে স্থানীয় লোকজন ওই ডোবার পানিতে শিশু সঞ্জয়ের দেহ ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৩৩১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।