ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মধুপুরে ৮৪ কেজি গাঁজাসহ  আটক এক 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
মধুপুরে ৮৪ কেজি গাঁজাসহ  আটক এক 

মধুপুর(টাঙ্গাইল) টাঙ্গাইলের মধুপুরের ঘাটাইল সীমান্ত এলাকার  গারোবাজার থেকে পাচারের সময় ৮৪ কেজি গাঁজাসহ কামরুল ইসলাম (২৫)  নামে এক মাদকবিক্রেতাকে  আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব -১২) সদস্যরা।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গারোবাজার এলাকা থেকে একটি মিনি ট্রাকসহ (ঢাকা-মেট্রো-ন-১৩-০৮৭৫) কামরুলকে আটক করা  হয়।
  
কামরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মজলিসপুর গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে।

র্যাব-১২ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মো. শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলার মধুপুর ও ঘাটাইল উপজেলার সীমান্তবর্তী গারোবাজারে  অভিযান চালানো হয়। এ সময় কামরুলের ব্যবহার করা ওই ট্রাকের বিশেষ চেম্বারে রাখা গাঁজা উদ্ধার হয়। যার আনুমানিক দাম ৩৩ লাখ ৯২ হাজার টাকা। গাঁজার এ বিশাল চালান ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।  
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, এ বিষয়ে কেউ এখনও অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।