ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে কষ্টি পাথরের মূর্তি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
মেহেরপুরে কষ্টি পাথরের মূর্তি-আগ্নেয়াস্ত্র উদ্ধার

মেহেরপুর: মেহেরপুরে বিশেষ অভিযান চালিয়ে কষ্টি পাথরের মূর্তি ও একটি ওয়ানশ্যুটার গান উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার গোভিপুর ব্রিজের নীচ থেকে মূর্তি এবং ওয়ান শুটার গানটি উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার উপ পরিদর্শক (এসআই) আহসান হাবীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোভিপুর ব্রিজের পশ্চিম পাশে ভৈরব নদের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তি ও ওয়ান শ্যুটার গানটি উদ্ধার করা হয়।

প্রায় ২০ কেজি ওজনের মূর্তিটির একটি হাত এবং একটি পা ভাঙা রয়েছে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।