ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ফেনীতে মোমবাতি প্রজ্জ্বলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ফেনীতে মোমবাতি প্রজ্জ্বলন

ফেনী: রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ফেনীতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও মোমবাতি প্রজ্জ্বলন করে বিক্ষোভ প্রদর্শন করেছে ছাত্রসমাজ।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের ট্রাংক রোড় শহীদ মিনারে বিক্ষোভ প্রদর্শন করে ফেনীর সাধারণ ছাত্রসমাজ ও সচেতন মহল। সন্ধ্যায় শহরের শহীদ মিনার প্রাঙ্গণে সচেতন শিক্ষার্থীরা ও আমরা ফেনীবাসীর ব্যানারে মোমবাতি প্রজ্জ্বলন করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

কর্মসূচির সমন্বয়ক আমের মক্কী বলেন, ধর্ষকদের এ বাংলার মাটিতে ঠাঁই নেই, ধর্ষণের একমাত্র বিচার ফাঁসি। ফাঁসি ছাড়া কোনো বিকল্প। এসময় তারা ‘একাত্তরে হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিয়ে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এসময় রিমন, রায়হান ও পারভেজ, আমিরসহ শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। এদিকে বিকেলে শহরের ট্রাংক রোড় জিরোপয়েন্টে সচেতন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আরও একটি মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।