ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আবদুর রহিম (৩৪) নিহত হয়েছেন। আহত হয়েছেন তারই ছোট ভাই মানিক হোসেন (৩০)।
 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের যাদৈয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আবদুর রহিম ও আহত মানিক সদর উপজেলার লাহারকান্দি গ্রামের ফজলুল করিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই ভাই আবদুর রহিম ও মানিক মোটরসাইকেল যোগে লাহারকান্দি থেকে মান্দারী যাচ্ছিলেন। পথে যাদৈয়া এলাকায় একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কায় দুইজনই গুরুতর আহত হয়।  

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।  

এসময় আবদুর রহিমকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত মানিক হোসেন ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, ঘটনাটি আমাকে কেউ জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২০
এসআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।