ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

এই বাজেট জনকল্যাণমুখী ও সময় উপযোগী: মেয়র লিটন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জুন ১১, ২০২০
এই বাজেট জনকল্যাণমুখী ও সময় উপযোগী: মেয়র লিটন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী ও সময় উপযোগী। ‘অর্থনৈতিক উত্তরণ: ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শীর্ষক বাজেটে মানুষের জীবন রক্ষা ও জীবিকার নিশ্চয়তায় বিশেষভাবে গুরুত্ব দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় মেয়র খায়রুজ্জামান লিটন আরো বলেন, কোভিড-১৯ এর বতর্মান পরিস্থিতি বিবেচনায় নতুন অর্থবছরের বাজেটে স্বাস্থ্যখাতকে বেশি গুরুত্ব দিয়েছে সরকার।

স্বাস্থ্যখাতের পাশাপাশি কৃষিখাত, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, খাদ্যবান্ধব কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা সম্প্রসারণ, ক্ষতিগ্রস্ত শিল্প, ব্যবসা-বাণিজ্য পুনরুদ্ধার করার বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া দীর্ঘমেয়াদী সম্ভাবনার খাতকে প্রাধান্য দেওয়া হয়েছে এবারের বাজেটে। প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনায় এই বাজেটের পরিক্রমায় পূর্বের উন্নয়ন ধারাবাহিকতায় ও দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং অর্থনৈতিক গতিশীলতা বজায় থেকে ভবিষ্যতের কাঙ্ক্ষিত জায়গায় দেশ পৌঁছে যাবে বলে আশা করছি।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুন ১১, ২০২০
এসএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।