ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

অপারেশন থিয়েটারে ইউএনও ওয়াহিদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২০
অপারেশন থিয়েটারে ইউএনও ওয়াহিদা ...

ঢাকা: দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাত ৯টার পর পর রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

হাসপাতালে উপস্থিত ইউএনও ওয়াহিদার কয়েকজন ব্যাচমেটের সঙ্গে কথা বলে জানা যায়, অপারেশন থিয়েটারে নেওয়ার আগে তার সিটি স্ক্যান করা হয়েছে। প্রেশার চেক করা হয়েছে, অবস্থা স্বাভাবিক থাকায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় রক্ত সংগ্রহে রাখা হয়েছে।

এর আগে হাসপাতালের পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ বাংলানিউজকে জানান, ইউএনওর সিটি স্ক্যান করা হয়েছে। এরপর তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন>> কথা বলছেন ইউএনও ওয়াহিদা, অবস্থা স্থিতিশীল হলে অস্ত্রোপচার
**  ইউএনও ওয়াহিদার মাথার হাড় ভেঙে মস্তিষ্কে ঢুকে গেছে, রাতে অস্ত্রোপচার
**  ইউএনওর অবস্থা সংকটাপন্ন, ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড
**  ইউএনওর ওপর হামলাকারী দুইজন, চেহারা অস্পষ্ট
** ডাকাতির উদ্দেশ্যেই ইউএনওর ওপর হামলা!
** ইউএনওর ওপর হামলাকারী কারা, দ্রুতই জানা যাবে: ফরহাদ হোসেন
** এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে ঘোড়াঘাটের ইউএনওকে
** ঘোড়াঘাটের ইউএনওর ওপর সন্ত্রাসী হামলা

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২০
পিএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।