ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

অভিবাসন খাত উন্নয়নে দক্ষতা ও ভাষা প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
অভিবাসন খাত উন্নয়নে দক্ষতা ও ভাষা প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ইমরান আহমদ

ঢাকা: অভিবাসন খাতকে এগিয়ে নিতে দক্ষতার পাশাপাশি বিদেশি ভাষা প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) বিদেশি ভাষা প্রশিক্ষণ ও মোটিভেশান সেন্টারের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। অনুষ্ঠানে মন্ত্রণালয় ও দীপ্ত সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

আন্তর্জাতিক শ্রম বাজারে অদক্ষ শ্রমিকদের চাহিদা দিন দিন কমে আসছে উল্লেখ করে ইমরান আহমদ বলেন, দক্ষতার পাশাপাশি ভাষা প্রশিক্ষণ ও মোটিভেশান যোগ হলে সুষ্ঠু শ্রম অভিবাসন অনেকাংশেই নিশ্চিত করা সম্ভব হবে।  

তিনি বলেন, বিদেশি ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্যোগকে ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।

মন্ত্রী বলেন, এ ভাষা প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিকভাবে কোরিয়ান, আরবি ও জাপানিজ ভাষা প্রশিক্ষণ দেওয়া হবে। পরে অন্য দেশের ভাষাও প্রশিক্ষণ দেওয়া হবে।

এর আগে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভা কক্ষে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও জীবন বীমা করপোরেশনের মধ্যে সম্পাদিত ‘প্রবাসী কর্মী বীমা চুক্তি নবায়ন ২০২১’ অনুষ্ঠানে ইমরান আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ চুক্তিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষে এর মহাপরিচালক মো. হামিদুর রহমান এবং জীবন বীমা করপোরেশনের পক্ষে এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন চুক্তি স্বাক্ষর করেন।  

বিএমইটির সঙ্গে অগ্রণী ব্যাংক লিমিটেডের অভিবাসন ব্যয়ের অর্থ গ্রহণ ও বিতরণ সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষর হয়। চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ চুক্তিটি বিএমইটি ও অগ্রণী ব্যাংক লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত হয়েছে।  

একই দিনে বিদেশগামী কর্মী এবং বিদেশে অবস্থানরত কর্মীদের বীমা সুবিধা বাড়ানো ও সহজীকরণের লক্ষ্যে নন-বাইন্ডিং স্টাডি সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জেনটিয়াম লকটন নামক প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রবাসী কল্যাণমন্ত্রীর উপস্থিতিতে এ সমঝোতা স্মারকে মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও জেনটিয়ামের উপদেষ্টা এবং সাবেক সচিব মো. কায়কোবাদ হোসেন স্বাক্ষর করেন। এতে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয় ও জেনটিয়ামের উর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।