ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে মাদকদ্রব্যসহ বিক্রেতা আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
বেনাপোল সীমান্তে মাদকদ্রব্যসহ বিক্রেতা আটক মাদকদ্রব্যসহ আটক রাকিব

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তে ১৯৮ বোতল ফেনসিডিল ও চার কেজি গাঁজাসহ রাকিব হোসেন (২২) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  

শনিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় যশোর ৪৯ বিজিবি।

আটক রাকিব একই গ্রামের রব্বুল হোসেনের ছেলে।

সম্মেলনে জানানো হয়, গোপন তথ্যে পেয়ে সকালে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে রাকিবকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা বস্তার মধ্যে থেকে ১৯৮ বোতল ফেনসিডিল ও চার কেজি গাঁজা জব্দ করা হয়।  

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আশরাফ বাংলানিউজকে বলেন, আটক রাকিবের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।