ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন, সম্পাদক রফিকুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন, সম্পাদক রফিকুল

বরিশাল: বরিশাল সাংবাদিক ইউনিয়নের (জেইউবি) সভাপতি হয়েছেন স্বপন খন্দকার ও সাধারণ সম্পাদক হয়েছেন রফিকুল ইসলাম।  

শনিবার (১৩ মার্চ) কুয়াকাটায় হোটেল সি-ভিউতে দ্বি-বার্ষিক সাধারণ সভায় সব সদস্যদের সম্মতিতে স্বপন খন্দকারকে সভাপতি ও কালের কণ্ঠের বরিশাল অফিস প্রধান রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়।

এছাড়া বিধান সরকারকে সহ-সভাপতি, কাওছার হোসেনকে সহ-সাধারণ সম্পাদক, খান রফিককে সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আলী খান জসিমকে কোষাধ্যক্ষ ও মুশফিক সৌরভকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

এর আগে হোটেল সি ভিউতে সংগঠনটির দি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পুলক চ্যাটার্জি। এ সময় সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুল আলম খান স্বপন।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।