ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মালয়েশিয়া ফিল্ড হাসপাতাল হস্তান্তর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
মালয়েশিয়া ফিল্ড হাসপাতাল হস্তান্তর

ঢাকা: মালয়েশিয়া ফিল্ড হাসপাতাল বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে দেশটি। রোববার (১৪ মার্চ) আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়া হাসপাতালটি হস্তান্তর করে।

 

ঢাকার মালয়েশিয়া হাইকমিশন এ তথ্য জানায়।

কক্সবাজারের উখিয়ায় আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও ঢাকার মালয়েশিয়ান হাইকমিশনার হাজনাহ মো. হাশিম।

কক্সবাজারে রোহিঙ্গাদের চিকিৎসার জন্য ২০ লাখ মার্কিন ডলার ব্যয় করে মালয়েশিয়া সরকার এই হাসপাতালটি নির্মাণ করেছে। ২০১৭ সালে এই হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এক লাখেরও বেশি রোগীকে এখান থেকে সেবা দেওয়া হয়েছে।

রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী ও টেকসই সমাধানের লক্ষ্যে মালয়েশিয়া দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক ফোরামে তাদের দুর্দশার বিষয়টি তুলে ধরেছে। মালয়েশিয়া রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের উদ্যোগে বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে। এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও নিরাপত্তার লক্ষ্যে কক্সবাজার থেকে ভাসানচরে সরিয়ে নেওয়ার উদ্যোগ প্রশংসনীয় বলে জানিয়েছে মালয়েশিয়া।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।