সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে সড়কের পাশের একটি গাছ থেকে জুলমত আলী (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৪ মার্চ) সকাল ৯টার দিকে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের ধামরাইয়ের শরীফবাগ এলাকার ফুলকুঁড়ি স্কুলের পাশের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জুলমত আলী আইঙ্গন বাজারে চা-পানের দোকান ও রাতে বাজার এলাকায় নাইটগার্ডের কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, সকালে পথচারীরা ওই সড়ক দিয়ে যাওয়ার সময় পাশের একটি গাছে জুলমতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রশিদ উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকায় পাঠানো হবে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
আরএ